,

পবায় সামাজিক বনায়নে উপকারভোগীর মাঝে লভ্যাংশের চেক বিতরণ

মোঃ শিবলী সাদিক,রাজশাহী।।রাজশাহীর পবা উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন বিভাগের ২০০৩-০৪ সালের দুয়ারী সুইচগেট থেকে তেঘর সুইচগেট পর্যন্ত ৭ কি.মি. বাঁধ বাগান (১৪টি লট) প্রকল্পের সহিত সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে সামাজিক বনায়নের লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। সে সময় বনায়নের ৭ হাজারটি লাগানো গাছের দেখাশুনার জন্য নওহাটা পৌরসভাসহ ৩৬ জন উপকারভোগী নির্বাচন করা হয়েছিল।

১৯ বছর পর এসব বনের গাছ বিক্রি করে মিলেছে ১৫ লক্ষ ৯০ হাজার ৭ শত টাকা। এর মধ্যে ১০ শতাংশ টাকা পরবর্তী বনায়নের জন্য গচ্ছিত রেখে ভূমি মালিক ২০ শতাংশ, ইউনিয়ন/পৌরসভা ৫ শতাংশ, বন রাজস্ব ১০ শতাংশ এবং বাকী ৫৫ শতাংশ ৯ লক্ষ ৫৪ হাজার ৩ শত ৯৫ টাকা ৩৬ জন উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ করা হয়েছে। এসময় সভাপতি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এসময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা: আরজিয়া বেগম এবং পবা উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুল মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *