,

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি ও  উদ্যোগ গ্রহণ

এম আব্দুর রহমান বাবু, বিশেষ প্রতিনিধি:পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন ঈদের দিন থেকে পূর্ববর্তী এবং পরবর্তী তিন দিন বিস্তারিত কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে। সাতক্ষীরা শহরে বিভিন্ন স্থানে ঈদ মোবারক খচিত ব্যানার দ্বারা সুসজ্জিতকরণের পাশাপাশি সড়কের প্রধান প্রধান জায়গায়  তোরণ নির্মাণ করা হবে।  তার মধ্যে নবারুন গার্লস হাইস্কুলের সামনে তোরণ নির্মাণ, সদর থানা মোড়ের সামনে তোরণ নির্মাণ, প্রধান প্রধান সড়ক ও উল্লেখযোগ্য স্থানসমূহে ব্যানার দ্বারা সজ্জিতকরণ করার নির্দেশনা রয়েছে। সকাল ৭ঃ৩০ ঘটিকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে ও  দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.০০ ঘটিকায়। ঈদের দিন সূর্যোদয়ের সাথে সাথে যথাযথ মর্যাদায়ে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা রয়েছে। ঈদের দিন দূপুর ১.৪৫ ঘটিকায় বিভিন্ন হাসপাতাল, জেলখানায, সরকারি শিশু পরিবার, এতিম খানায় স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের মাধ্যমে  উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ঈদের দিন সুবিধামতো সময়ে ঈদুল আযহার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পশু কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া সহ পশুর চামড়া লবন দিয়ে যথাযথভাবে সংরক্ষণের জন্য অনুরোধ জানানো হয়েছে। গত ইংরেজি ৪/৬/২০২৩ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে বেলা ১০.৩০ ঘটিকায় সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব  মোহাম্মদ  হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত সন্মানিত গন্যমান্য বাক্তিবর্গের সর্বসম্মতিক্রমে এই সকল সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *