,

পরিবেশ উন্নয়ন ক্লাবের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্ম সূচি

রাবেয়া উপকূল (শ্যামনগর) প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস ১৫ ই আগস্ট কে কেন্দ্র করে পরিবেশের হারানো ভারসাম্য পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে সারা বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বুধবার বিকাল ৪ ঘটিকায় শ্যামনগর উপজেলা নওয়াবেকি ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে পল্ল¬ী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র অর্থায়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি) ও বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়। এ সময় নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশনের মাইক্রোসফাইনান্স ডিরেক্টর জনাব আলমগীর কবীর, সংস্থার মনিটরিং এভালুয়েশন এর দায়িত্বে থাকা এস এম মাহাবুব আলম, পরিবেশ ক্লাবের সেক্রেটারি সাংবাদিক আব্দুল হালিম, শিক্ষক রুহুল কুদ্দুস,এসইপি (কাকড়া) ম্যানেজার মোহাম্মদ খালেদ শামস, মুজাফফর ফয়সাল, মেহেদী হাসান, রানা হালদার, জলবায়ু পরিষদের কর্মকর্তা পিযুষ বাওয়ালিয়া পিন্টু , বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাপী মন্ডল, জলবায়ূ পরিষদের উৎপল মন্ডল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *