এম কামরুজ্জামান,শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের অভিযানে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে চকবার গ্রামের সফেদ আলীর ছেলে মোঃ ইয়াছিনের বাড়ির ফ্রিজ থেকে তিনি কেজি সুন্দরবনের অবৈধ হরিণের মাংস উদ্ধার।
বুড়িগোয়ালিনী ফরেস্ট কর্মকর্তা ও সিপিজি’র সদস্যদের সহযোগিতা বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বেলা ১২ টার দিকে উদ্ধার করা হয়।বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১২ টায় গাবুরা ইউনিয়নে চকবার গ্রামের ইয়াছিন বাড়ি’র ফ্রিজ থেকে আনুমানিক তিন কেজি সুন্দরবনের অবৈধ হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় ফরেস্ট সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনা স্থলে পৌঁছালে ইয়াছিন গাজী বাড়ি থেকে পালিয়ে যায়।সে কারণে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।তিনি আরো বলেন,ইয়াছিন গাজীকে আসামি করে বন আইনে মামলা দায়ের করা হবে এবং উদ্ধার অভিযানের কাজ চলমান থাকবে। কাউকে সুন্দরবন থেকে হরিণের মাংস বিক্রি এবং ধরার সুযোগ দেওয়া হবে না।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply