,

পাইকগাছায় লস্কর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জাহাঙ্গীর আলম

সেলিম মোড়লঃ
পাইকগাছায় লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন অনুপস্হিত থাকায় প্যানেল চেয়ারম্যান-১ মোঃ জাহাঙ্গীর আলম সানা কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গত ১৫অক্টোবর স্হানীয় সরকার শাখার সহকারি কমিশনার মহেশ্বর মন্ডল স্বাক্ষরিত পরিপত্রে ওই দায়িত্ব দেয়া হয়। রবিবার সকালে লস্কর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মোঃ জাহাঙ্গীর আলম সানা
পত্রটি গ্রহন করে দায়িত্ব বুঝে নেন। পত্রে উল্লেখ রয়েছে উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন অনুপস্হিত থাকায় পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেকারনে পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্হানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯এর ৩৩(৩) ধারা মোতাবেক চেয়ারম্যানের অনুপস্হিতিতে দায়িত্ব পালনের জন্য প্যানেল চেয়ারম্যান-১ মোঃ জাহাঙ্গীর আলম সানা কে দায়িত্ব দেয়া হয়। একই সাথে তাকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *