পাইকগাছা প্রতিনিধি:খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতা, লস্কর, সোলাদানা ও চাঁদখালী ইউনিয়নে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহযোগিতায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নে আজ ২১শে জুন ২০২৩ সৃজন প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আয় বর্ধন মূলক ধারাবাহিক সম্পদ বিতারণের অংশ হিসাবে চা ও মুদি দোকানের সরঞ্জাম, জ্বালানি কাঠ, ফার্নিচার তৈরি যন্ত্রাংশ ও সিট কাপড় বিতরণ করা হয়েছে। অংশীজনদের মাঝে সম্পদ হস্তান্তর করেন সৃজন প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক মো: মাহবুবুর রহমান, পাইকগাছা প্রকল্প অফিসের ইউনিট ব্যাবস্থাপক সৈয়দ সানাউল বাশার লিওন, হিসাবরক্ষক নাজমুল হক, ফিল্ড ফ্যাসিলিটেটর গোপাল সরকার, শিপ্রা ঘোষ, ফারহানা আহমেদ,ও সুজিত রায় সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তবর্গ। আয়বর্ধন মূলক সম্পদ পাওয়ার অনুভূতিতে অংশীজনরা বলেন, তারা এ সম্পদ দিয়ে নিজেদের জীবনের নতুন গল্প শুরু করবেন। তাদের জীবনের দারিদ্রতা দুর করতে তারা কঠোর ভাবে কাজ করে যাবেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply