,

পার্বতীপুরের হরিরামপুর ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী

মোঃ সামিউল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক (বাবু)র বিরুদ্ধে ব্যাপক অনিয়মের কারণে আনন্দবাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাম মওলা,
তিনি বলেন হরিরামপুর ইউপি সদস্য বাবু,হরিরামপুর পরিষদে বসার পর থেকে কাবিখা প্রকল্পের ৪০ দিনের মাটিকাটা প্রকল্পের কাজে নাম দেওয়ার জন্যে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে ৩০০০ টাকা নিয়েছেন।
যারা টাকা দিতে পারে নাই তাদেরকে কোন কাজ দেওয়া হয় নাই,
এছাড়াও মাতৃকালীন ভাতা করে দেওয়ার জন্য প্রত্যেক গর্ভবতী মায়েদের কাছ থেকে ৫০০০/১০০০০টাকা পর্যন্ত নেয়।
বিগত ঈদুল ফিতরে সরকারি বরাদ্দকৃত চাউলের কার্ড ৪০০ শত বরাদ্দ থাকলেও ইউপি সদস্য বাবু ১০০টি কার্ডের চাল বিতরণ করেন বাকি ৩০০টি কার্ডের চাল ইউপি সদস্য বাবু নিজে আত্মসাৎ করেন।
হরিরামপুর ইউনিয়ানের চেয়ারম্যান কে বিষয়টি আমরা গ্রামবাসী অবগত করলে চেয়ারম্যান আমাদের কে বলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করতে বলেন।
এই বিষয়ে জানতে সাংবাদিকরা হরিরামপুর ইউপি চেয়ারম্যান কে ফোন দিলে তিনি ফোন গ্রহণ করেনি।
গ্রামবাসীর দাবি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উক্ত ঘটনা তদন্ত পূর্বক দ্রুত আইনি ব্যবস্থার গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *