মোঃ সোহাগ মিয়া,মিজাগনজ প্রতিনিধিঃ পায়রা নদীতে অবৈধ ভাবে জাল দিয়ে নানা প্রজাতির পোনা ধরা হছে , আমতলী থেকে লেবুখালি পযন্ত প্রতিদিন রাতে মাছ ধরে বাজারে বিক্রি করতে দেখা যায়।
আর এই রেণু ধরতে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। বিভিন্ন প্রজাতির রেণু পোনা নিধিন বন্ধ করতে হবে। যারা এসব অন্যায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া খুবই জরুরি। তা নাহলে এমন এক সময় আসবে দেশী প্রজাতির কোন মাছ আর নদীতে পাওয়া যাবে না।
প্রশাসনের দৃষ্টি আকষন করছি যেন পোনা ধরা এবং বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকা বাসি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply