,

পিঠার মৌ মৌ গন্ধে গাজীপুর শিল্পকলার নবান্ন উৎসব উদযাপন

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি : নানা রকম পিঠার মৌ মৌ গন্ধে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল নবান্ন উৎসব। জেলা শিল্পকলা একাডেমি গাজীপুর এ নবান্ন উৎসবের আয়োজন করে।

শেষ বিকেলে এ উপলক্ষে পরিবেশিত হয়েছে গান, নৃত্য, অভিনয়। আর ফাঁকে ফাঁকে বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন গুণীজনেরা। অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সাংবাদিক, গবেষক সৈয়দ মোকছেদুল আলম লিটন, সাংবাদিক নেতা এম এ সালাম শান্ত, নদী রক্ষা আন্দোলনের সংগঠক ও গবেষক মোঃ মনির হোসেন, শিক্ষা সুহৃদ খোকন চন্দ্র মানিক আলোচনায় অংশ নেন।

সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার শারমীন জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্যকার খন্দকার রফিক। নানা রঙের পোষাক পড়ে শিশু, কিশোর, তরুণ, যুবা, এবং প্রবীণের এক বর্ণিল মিলন উৎসবে পরিণত হয় এ অনুষ্ঠান। শহুরে জীবনে এরকম আয়োজন মন প্রাণ ভরে নিঃশ্বাস নেবার সুযোগ করে দেয়। নবান্ন উৎসবে সবার প্রাণোচ্ছ্বল অংশগ্রহণ এ ভাবেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সবমিলিয়ে এক চমৎকার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *