ডেস্ক রিপোর্টঃ
গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই সরঞ্জামগুলো পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের কাছে হস্তান্তর করেন।
এ সময় আইজিপি বাহারুল আলম চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইজিপির সহযোগিতা চান। জবাবে আইজিপি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply