ভোলা প্ৰতিনিধিঃ
বুধবার (১২ মার্চ দুপুর) ২টায় বোরহানউদ্দিন থানায় এক প্রেস ব্রিফিংয়ে লালমোহন সার্কেল বাবুল আকতার জানান যে, গত ৪ মার্চ রাতে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ কালিহাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে বোরহানউদ্দিন থানা পুলিশের সহকারী উপপরিদর্শক মো. কামরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়ে মাথায় গুরুতর জখম ও হাতে কামড় দিয়ে উদ্ধারকৃত ২০০ গ্রাম গাঁজাসহ আসামি মো. আকবর (৪৫) গ্রেফতারের পর আসামিকে হাতকড়া পরিহিত অবস্থায় তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় নিয়মিত দুটি মামলা রুজু করা হয়।
গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক জিএম শাহাবুল গত ১১/০৩/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে ঢাকা মহানগীরর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মো. আকবর (৪৫) কে গ্রেফতার করে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ বোরহানউদ্দিন থানা এলাকায় অবৈধ ভাবে মাদক ব্যবসা পরিচালনা করছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply