নিজস্ব প্রতিনিধিঃ
আজ শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও অধিকার নিশ্চিতকরণে একটি এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়। এ সভার আয়োজন করে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব তুষার মজুমদার। এডভোকেসি মিটিংয়ে মৎস্য খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, জীবিকার সুযোগ সৃষ্টি, এবং তাদের অধিকার ও সক্ষমতা নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আস্তোমি মালো বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে মৎস্য খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা এই ধরনের এডভোকেসি মিটিংয়ের মাধ্যমে তাদের অধিকার ও সুযোগ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এডভোকেসি মিটিংটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদান করেছে সিবিএম গ্লোবাল, নবলোক পরিষদ, এবং অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন।
সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন। মিটিং শেষে মৎস্য কর্মকর্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
এই উদ্যোগের মাধ্যমে শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি তাদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply