মারুফ বিল্লাহ রুবেল,শ্যামনগর:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ (৪০) গত ৩ এপ্রিল তার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবং বর্তমান কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের এইচ,এস,সি ১ম বর্ষের ছাত্রী তনুশ্রী অধিকারী (১৬), পিতা- সন্যাসী অধিকারীকে ধর্মান্তরিত করে বাল্য বিয়ে করায় ভিকটিমের পিতা বাদি হয়ে শ্যামনগর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে শুক্রবার (১৬) এপ্রিল সকালে খুলনার ডুমুরিয়া থেকে ভিকটিম ও আসামীকে গ্রেফতার করেন শ্যামনগর থানার এসআই দীপ্তেশ রায়। এ নিয়ে শুক্রবার বেলা ৩ টায় সাংবাদিকদের সামনে শ্যামনগর থানায় প্রেস ব্রিফিং করেন কালিগঞ্জ সার্কেলের এএসপি মো. মোহায়মেন। তিনি তার বক্তব্যে বলেন, শ্যামনগর থানাধীন নুরনগর গ্রামস্থ আশালতা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শামীম আহমেদ (৪০), পিতা- আলী আহসান গাজী, সাং- নুরনগর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা গত ইং-০৩/০৪/২০২১ তারিখ ভোর অনুমান ০৬.৪৫ ঘটিকার ভিকটিম তনুশ্রী অধিকারী (১৬), পিতা- সন্যাসী অধিকারী, সাং- নুরনগর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা বর্তমানের কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজ, কালিগঞ্জ সাতক্ষীরায় এইচ, এস, সি ১ম বর্ষের ছাত্রীকে গ্রামীন ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, নুরনগর শাখা এর সামনে পাকা রাস্তার উপর হইতে অপহরন পূর্বক অজানার উদ্দেশ্যে পলায়ন করিয়া অসৎ উদ্দেশ্যে আত্মগোপন করে। এই সংক্রান্তে ভিকটিমের পিতা সন্যাসী অধিকারী, পিতা- তুলসী পদ অধিকারী, গ্রাম-নুরনগর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা ইং-০৯/০৪/২০২১ তারিখ শ্যামনগর থানায় এজাহার দাখিল করিলে শ্যামনগর থানার মামলা নং- ১৬, তারিখ- ০৯/০৪/২০২১, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৩০ রুজু হয়। এসআই(নিঃ) দীপ্তেশ রায় মামলাটি তদন্ত করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যাপক তদন্ত কালে মামলার ঘটনাটি সত্যতা পাওয়ায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উল্লেখিত আসামী ও ভিকটিমকে খুলনার ডুমুরিয়া থানা এলাকা থেকে অদ্য ১৬/০৪/২০২১ তারিখ উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা,ওসি(তদন্ত) শহিদুল ইসলাম, মামলার তদন্ত কর্মকর্তা দীপ্তেশ রায়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply