,

প্রেসক্লাব রামপাল’ সাংগঠনিক সভা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ প্রেসক্লাব রামপাল’র এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টায় প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় চলতি মাসের ২৮ ডিসেম্বর প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে অনির্ধারিত আলোচনায় অংশ নেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সস্পাদক সুজন মজুমদার, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদু্ল ইসলাম, সদস্য অধ্যাপক সুৃখময় বহ্ম, সদস্য হারুন শেখ, সদস্য তুহিন মোল্লা, সদস্য পবিত্র মন্ডল প্রমুখ। সভায় ২৮ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হবে। নির্বাচিত কমিটির সদস্যগণ পূর্ণাঙ্গ কমিটি করবেন বলে সভায় ইতিমধ্যে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও যারা নির্বাচনে অংশ নিতে চান তাদের কমিটির প্যানেল জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৫ টার মধ্যে লিখিত ও স্বাক্ষরিত প্যানেল জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *