,

ফাইতং বাজার ব্যবসায়ী সমিতির শপথ ও সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ ইসমাইলুল করিম,নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: (রেজি: নং ৭০৮) এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে সমিতি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপদেষ্টা মনছুর আলম সওদাগর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন, ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ নিশান চন্দ্র বল, এএসআই রিলান চাকমা, ব্যবসায়ী সালমান সওদাগর, মো. মোক্তার সওদাগর, নাছির উদ্দীন সওদাগর এবং নবনির্বাচিত বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: কমিটির দ্বিতীয় ভাবের সভাপতি ডাঃ মজল কুমার সুশীল, সহ-সভাপতি মো. সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রুবেল), যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন, কোষাধ্যক্ষ মো. বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মো।ছিদ্দিক, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল জিহান, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক, বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাবসায়ী নেতা ও ব্যবসায়ীরা’সহ প্রমুখ। এসময় নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মো. বেলাল উদ্দিন ।শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির এক উপদেষ্টা। এর শেষে নব-নির্বাচিত কমিটি’কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে প্রীতি ভোজের মধ্যদিয়ে আয়োজন সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *