মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের আয়োজনে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি- ইইউ) প্রকল্পের বাস্তবায়ন ও ইইউ এবং পিকেএসএফ অর্থয়ানে ফিশিং গিয়ার ও স্বাস্থ্যসম্মত উপায়ে শুঁটকি মাছ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ জুন) সকালে রমজান নগর ইউনিয়নে তারানীপুর আলেদা বেগমের বাড়িতে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন দিক-নিদের্শনামূলক আলোচনা করেন শ্যামনগর উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার ও মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম সহ উক্ত কর্মশালায় আরও আলোচনা করেন, ভেটখালী শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম,লাইভলিহুড (ATO) তপন কুমার মহলদার ,জিকো বৈদ্য।
এতে আলোচকগণ স্বাস্থ্যসম্মত উপায়ে শুঁটকি মাছ ও আটন পাটা উৎপাদনের নিয়মাবলী সম্পর্কে জ্ঞান প্রদান, হাট থেকে মাছ কেনার করণীয় বিষয় সম্পর্কে জানানো, মাছ সংগ্রহের পরবর্তী বিষয়সমূহ তুলে ধরা।
শুঁটকি মাছের অর্থনৈতিক গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝানো, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর উপায়ে শুঁটকি উৎপাদনের সুফল সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি, ভোক্তার চাহিদা মেটাতে স্বাস্থ্যসম্মত উপায়ে শুঁটকি উৎপাদনের জন্য মাঠ পর্যায়ে উদ্ভাবিত নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও সকলকে জানানো হয়।
এছাড়াও,স্বাস্থ্যসম্মত উপায়ে শুঁটকি উৎপাদনের জন্য উদ্ভাবিত নতুন প্রযুক্তি মাঠ পর্যায়ে ব্যবহারের মাধ্যমে ফিশিং গিয়ার ও শুঁটকি উৎপাদনকারী পরিবারের আয় বৃদ্ধি করে দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ঝুঁকি হ্রাস করা।
ভেটখালী শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে প্রশিক্ষণের উদ্দেশ্য ও প্রশিক্ষণকালীন নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। এছাড়াও, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে উপকূলীয় গ্রামগুলোতে প্রচলিত ফিশিং গিয়ার তৈরি ও শুটকি উৎপাদনের ক্রিয়াকলাপ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply