মিরু হাসান,ষ্টাফ রিপোর্টারঃবগুড়ায় ব্যবসায়ী জুলফিকার আলী লিটন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-২ এর বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এই আদেশ দেন।
দণ্ডিতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার বারাহি গ্রামের আশরাফ আলীর ছেলে সাইফুল ইসলাম, বুলু ইসলাম ও লুৎফর রহমান, মিজান উদ্দীনের ছেলে বায়েজীদ হোসেন এবং জসিমউদ্দিনের ছেলে শহিদুল ইসলাম। এদের মধ্যে শহিদুল পলাতক থাকায় বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি এডভোকেট কাজী রফিকুল ইসলাম মিঠু।
তিনি জানান, ২০১৩ সালের ১ মে দিবাগত রাত ১২টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আকরাম আলীর ছেলে ব্যবসায়ী জুলফিকার আলী লিটনকে কুপিয়ে হত্যা করা হয়৷ পরে নিহতের ভাই দুলাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। সেই মামলার সকল প্রক্রিয়া শেষে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply