শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে বজ্রপাত সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২ মে)বেলা ৪ টায় সিডিও ইয়ুথ টিম নূরনগর ইউনিটের আয়োজনে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, বাড়ির বাইরে থাকলে দ্রুত নিরাপদ স্থানে যেতে হবে।
বাড়ির ভেতরে থাকলে জানালা ও দরজা বন্ধ রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখুন।
টেলিফোন বা ইন্টারনেটের তার থেকে দূরে থাকুন।
গাড়ির ভেতরে থাকলে গাড়ির জানালা বন্ধ রাখুন। গাড়ির ধাতব অংশ স্পর্শ করবেন না।খোলা জায়গায় থাকলে নিচু হয়ে বসে পড়ুন, হাত মাটিতে রাখবেন না।
গাছ, খুঁটি বা ধাতব বস্তু থেকে দূরে থাকুন। জলাশয় এড়িয়ে চলুন। নদী, পুকুর, হ্রদ বা সমুদ্রের পানিতে থাকলে দ্রুত উঠে পড়ুন। সিডিও ইয়ুথ টিম নূরনগর ইউনিটের সিনিয়র ভলেন্টিয়ার নুরুন্নবী হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র ভলেন্টিয়ার মো. হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, মোয়াজ্জেম হোসেন সাদি,রাইহানুল, অরুপ দেবনাথ সহ অনেকে। এসময় উপস্থিত এলাকার শতাধিক নারী,পুরুষ, এবং যুবরা উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply