মোঃ জাকির হোসেন,স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখায় আয়োজন করা হয়েছিল ব্যতিক্রমধর্মী এক উৎসব মৌসুমি ফল উৎসব। আয়োজনের পেছনে ছিলো স্থানীয়ভাবে নতুন পত্রিকা ষাটমাকণ্ঠ। আয়োজনে সহযোগিতা করে ষাটমা মিডিয়া লিমিটেড। উৎসবটি স্থানীয় মানুষের মাঝে যেমন উচ্ছ্বাস ছড়িয়েছে, তেমনি ফলভিত্তিক সচেতনতাও ছড়িয়ে দিয়েছে সবার মাঝে।
শুক্রবার (২০ জুন) বিকেল ৪ টায় পৌর শহরের ষাটমাকন্ঠ কার্যালয়ে বাহারি সব মৌসুমি ফলের ঝলক। রঙে রঙে সেজেছে পুরো প্রাঙ্গণ। সবুজ কাঁচা আম আর হলুদ পাকা আমের ঘ্রাণ, কাঁঠালের তীব্র সুবাস, লিচুর টক-মিষ্টি সৌন্দর্য, জামরুলের আভিজাত্য, জাম আর আনারসের মনভোলানো গন্ধে যেন এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়।
বাঙালির গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িত এই ফলগুলো যেন নতুন করে মানুষের মাঝে প্রাণ ফেরায়। ফলের ঝুড়িগুলোতে সাজানো ছিল আম, কাঁঠাল, লিচু, জাম, লটকন, আনারস, তাল, জামরুল, কটবেল, করমচা, আমড়া, কলা, গুটিজাম, কাউফল, ডেউয়া ফল, লেবুরসহ সব মিলিয়ে যেন প্রকৃতি তার সকল রঙ মেলে ধরেছিল একসাথে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক-ক্রীড়া, সামাজিক ব্যবসায়ী সংগঠনের নানা শ্রেণি-পেশার মানুষসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তারা সকলেই ফলভিত্তিক সচেতনতা বৃদ্ধির এই প্রয়াসকে সাধুবাদ জানান। উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে বিশেষ করে শিশু-কিশোরদের মাঝে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে ফল উৎসবের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আবুল কাসেমের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ করেন উপজেলা কৃষি অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, জুড়ী টিএন খানম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, জুডী শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, নতুন বড়কণ্ঠ প্রত্রিকার সম্পাদক রশিদ আহমদ খান, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, উপজেলা স্কাউট লিডার হালিমতুন সাদিয়া লিলি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান, উপজেলা নিসচা’র সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা যীশু দাস, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিন, হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষু পদ চক্রবর্তী, মাছরাঙা প্রকাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেখক মৃনাল কান্তি দাস, বিপনন কর্মকর্তা অম্লান দাস সৌরভ, উপজেলা কোয়াবের সভাপতি ফরহাদ হোসেন, ব্যবসায়ী নাদের আহমদ, শাহেদ আহমদ পাবেল, ফরহাদ আহমদ ও মাছরাঙা প্রকাশনের বুকশপ ম্যানেজার নয়ন চক্রবর্তী।
আমন্ত্রিত অতিথিরা বলেন, “বড়লেখায় এখনো অনেক কিছু প্রয়োজন, অনেক পত্রিকার প্রয়োজন রয়েছে। তবে আমরা মনে করি, ‘ষাটমাকণ্ঠ’ সেই নতুনের ডাকে সাড়া দিয়ে সাহসী এক উদ্যোগ নিয়েছে। তাদের এই প্রচেষ্টায় আমরা আন্তরিক শুভকামনা জানাই।”
বড়কণ্ঠ পত্রিকার সম্পাদক রশিদ আহমদ খান বলেন, “আসলে ফল উৎসবে আমি একেবারেই নতুন। আমার জীবনে এই প্রথম কোনো ফল উৎসবে অংশগ্রহণ করেছি। এ অভিজ্ঞতা আমার জন্য এক কথায় দারুণ প্রাপ্তি, এক চরম পাওয়া।”
এদিকে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন ষাটমাকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আশফাক আহমদ, মাল্টিমিডিয়া ইনচার্জ আফজাল হোসেন রুমেল, পৌরসভা প্রতিনিধি রেদওয়ান আহমদ, সদর ইউনিয়ন প্রতিনিধি নিজাম উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন প্রতিনিধি শাহরিয়ার শাকিল, দক্ষিণভাগ ইউনিয়ন প্রতিনিধি অজিত রবিদাস-ছাইফুর রহমান, নিজবাহাদুরপুর ইউনিয়ন প্রতিনিধি এহসান আহমদ, বর্নি ইউনিয়ন প্রতিনিধি মাহিনুর ইসলাম মাহিন।
ষাটমাকণ্ঠের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন শুধু একটি উৎসব নয়, এটি একটি সামাজিক বার্তা দেশীয় ফলের প্রতি ভালোবাসা, স্বাস্থ্য সচেতনতা এবং খাদ্য নিরাপত্তা নিয়ে ভাবার সময় এখনই। পত্রিকাটি আগামীতেও এরকম জনমুখী ও সচেতনমুখী আয়োজন অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করে।
উৎসব শেষে দেখা যায়, হাতে ফলের থলে, মুখে হাসি আর হৃদয়ে স্বাস্থ্যকর জীবনের আকাঙ্ক্ষা নিয়ে ফিরছেন অংশগ্রহণকারীরা। উৎসবটি যেন নিজের গল্প নিজেই বলে গেছে একটা ইতিবাচক সমাজ গড়ার গল্প।
উল্লেখ্য, ষাটমা মিডিয়া লিমিটেড দ্বারা পরিচালিত বড়লেখার প্রতিচ্ছবি স্লোগানে ষাটমাকন্ঠ পত্রিকা ১ এপ্রিল ২০২৫ সালে অনলাইন ভার্সনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ১ জুলাই থেকে মাসিক প্রিন্ট পত্রিকা প্রকাশিত হবে এবং পাশাপাশি অনলাইন ভার্সনে নিয়মিত সংবাদ প্রচার চলবে। ষাটমা মিডিয়া লিমিটেডের সিও এবং চেয়ারম্যান আবুল কাসেম পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply