রনি মল্লিক,বরগুনা জেলা প্রতিনিধিঃআনন্দ উচ্ছ্বাসে মধ্য দিয়ে চ্যানেল আই এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) রাত ৮ টার দিকে বরগুনায় বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে চ্যানেল আই এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ের স্বনামধন্য সাংবাদিক বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্হিত ছিলেন,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজবুল কবির,চ্যানেল আই জেলা প্রতিনিধি,হাসান ঝন্টু,, বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক পারভেজ দুলাল, ,সাংবাদিক ইউনিয় বরগুনা সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, আমতলী প্রেস ফোরাম এর সাধারণ সম্পাদক রনি মল্লিক , জি টিভির জেলা প্রতিনিধি সানাউল্লাহ সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
বক্তারা চ্যানেল আই এর উত্তরোত্তর সফলতা কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া শেষে আজকের অনুষ্ঠানে সভাপতি জহিরুল ইসলাম এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply