,

বরসার রিসোর্টের ভিতরে সুশীলনের ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা সুশিলন এনজিওর ।

ছবিঃ সাংবাদিক মো:আল আমিন গাজী

মো:আল আমিন গাজী,শ্যামনগর মুন্সিগঞ্জ প্রতিনিধি:শ্যামনগর বুড়িগলনি ইউনিয়নে কলবাড়ি সংলগ্ন গড়ে ওঠা বরসা রিসোর্ট ১২ অক্টোবর ২০২৫ সকাল ১০ টায় দখলের চেষ্টা করে সুশীলন এনজিওর কর্মীরা ।

সুশীলন এনজিওর দাবি কয়েক বছর আগে দুই বিঘা
জমি সুশীলন এনজিওর নামে কেনা হয় তার
পরে সেখানে কয়েকদিনের মধ্যে বরসা রিসোর্ট গড়ে তলার চেষ্টা করে ।

সেখানে বাধা দিলে তারা বলে সুশীলন এনজিওর জায়গা বাদ দিয়ে আমরা রিসোর্ট গড়ে তুলবো। বর্ষা রিসোর্টের লোকজন জোরপূর্বক ভবন নির্মাণ করে।

সুশীলন এনজিওর ম্যানেজার মো: হামিদ গাজী বলেন এই জায়গা নিয়ে কয়েক বার বিচার হইলেও তারা মানতে রাজি হয় না। তারা জোর পূর্বক জায়গা দখল করে রাখতে চায়,

বরসা রিসোর্টের ম্যানেজার অথবা মালিকের সাথে কথা
যোগাযোগ করার চেষ্টা করলে। তারা এই জায়গা নিয়ে বসা বসি অথবা নিরাশন করতে চায় না।

সুশীলন এনজিওর ম্যানেজার জানান তারা গোপন সংবাদে জানতে পারে বরসা রিসোর্টের ভবন সহ বিক্রয়ের কথা চলছে।

সুশীলন এনজিওর ম্যানেজারসহ কর্মীরা রবিবার সকাল ১০ টার সময় বর্ষা রিসোর্ট এর সামনে হাজির
হয়ে মেইন গেটে গেস্টদের যাতায়াতের পথ রেখে আটকে দেন।

পরে বিষয় টি থানা পুলিশ হলে দুই পক্ষকে মীমাংসার স্বার্থে থানায় বসার আহবান জানান শ্যানগর ওসি হুমায়ূন কবির মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *