,

বহিরাগত সন্ত্রাসী ইরান এর বিচার দাবীতে ভূমিহীনদের প্রতিবাদ সভা

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালী  জেলার সুবর্ণচরে বহিরাগত সন্ত্রাসী ইরান এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তাকে চর মহিউদ্দিন এলাকায় প্রবেশ না করার দাবীতে ভূমিহীনরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অসহায় শত শত ভূমিহীন ও ভুক্তভোগী পরিবার।
১৯ নভেম্বর (বুধবার) বিকেল ৪টায়  চর জুবলী ইউনিয়নের চরমহিউদ্দিন হাসিনা গ্রামে ভূমিহীনদের এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভূমিহীনরা বলেন, চরওয়াপদা ইউনিয়নের ধানেরশীষ গ্রামের বাসিন্ধা সন্ত্রাসী ইরান চরমহিউদ্দিন গ্রামে শশুর বাড়ীতে আসা-যাওয়ার সুবাধে এই এলাকায় আস্তানা গড়ে তোলে এবং শশুর বাড়ীর লোকজনের সহযোগিতায় সরকারী খাসজমি দখল করে। দীর্ঘদিন দখলে থাকা ভূমিহীনদের বাড়ী ঘর,ডোবা, নালা, খাল বিল অবৈধ ভাবে দখল করার চেষ্টা চালিয়ে ত্রাসের রাজত্ব করে আসছে। পাশাপাশি মদ,গাজা,ও ইয়াবা টেবলেট এর ব্যবসা শুরু করে,এতে যুব সমাজ ও
ভূমিহীনরা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবী করেন তারা, ভূমিহীনরা বলেন গত কিছুদিন আগে ইয়াবা ও দেশীয় অস্রসহ ইরান স্থানীয় সাহাব উদ্দিন সমাজে জনতার হাতে ধরা পড়ে জেল হাজতে রয়েছে,জেলে থেকে ও সে বিভিন্ন লোকজন কে হুমকি দিচ্ছে,এলাকা বাসীর দাবী জেল থেকে ছাড়া পেলে ও এই সন্ত্রাসী চর মহিউদ্দিন গ্রামে যেন আর না আসতে পারে। প্রশাসনের কাছে এই দাবী জানান ভূমিহীনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *