,

বাঁশতলা উপ স্বাস্থ্য কেন্দ্ররে ডাক্তার নেই, রোগীদের ভরসা ফার্মাসিস্ট

শাহাদাত হোসেন,দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃচিকিৎসক নেই তাই রোগীদের ভরসা ফার্মাসিস্ট। কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা উপ স্বাস্থ্য কেন্দ্ররে প্রায় এক বছর সময় ধরে এমনটাই চলছে। সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী রোগীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে গত প্রায় এক বছর ধরে চিকিৎসকহীন অবস্থায় আছে তখন থেকেই ভরসা ফার্মাসিস্ট মাহমুদা খানম।স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যকেন্দ্র সূত্রের খবর, প্রায় এক বছর থেকে এই উপস্বাস্থ্য কেন্দ্ররে চিকিৎসকই নেই রয়েছেন ফার্মাসিস্ট।চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী রোগীদের প্রশ্ন, এতদিন ধরে চিকিৎসক নেই।ফার্মাসিস্ট রোগীর কাছে শুনে ওষুধ দিচ্ছেন এছাড়া উপায় নেই। স্থানীয় বাসিন্দা শুকুর আলী, লোকমান গাজী শফিকুল ইসলাম, বলেন প্রায় ১৫ টি গ্রামের মানুষ নির্ভরশীল ও পার্শ্ববর্তী ইউনিয়নের- গ্রামের গরীব মানুষেরা প্রাথমিক চিকিৎসার জন্য এই উপস্বাস্থ্য কেন্দ্ররে ছুটে আসেন বহুদিন ধরে উপস্বাস্থ্য কেন্দ্ররে চিকিৎসক নেই।রোগীদের দেখাশোনা করেছে ফার্মাসিস্ট মাহমুদা খানম। উপস্বাস্থ্য কেন্দ্ররে চিকিৎসক না থাকায় স্বাস্থ্য দফতরের কাছে স্থানীয়রা ও চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী রোগীরা অবিলম্বে এখানে চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন। এ বিষয়ে দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানান, আমি নতুন চেয়ারম্যান হওয়ার পরে বাঁশতলা উপস্বাস্থ্য কেন্দ্ররে গিয়ে দেখেছি সেখানে কোন চিকিৎসক নেই আছে শুধু ফার্মাসিস্ট।প্রায় এক বছর যাবত চিকিৎসক নেই, ঔষধদের ও সমস্যা, অন্যান্য পদেও লোক নেই, তাই এই এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অতি দ্রুত এখানে চিকিৎসক প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান সমস্যার কথা স্বীকার করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ডাক্তার সংকট রয়েছে। সরকার ডাক্তার নিয়োগের উদ্যোগ গ্রহণ করলেই বাঁশতলা উপস্বাস্থ্য কেন্দ্ররে ডাক্তার দেওয়া হইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *