নাসিম উদ্দীন,ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধিঃ ভেড়ামারা পৌরসভার এলাকার যত্রতত্র যান চলাচল এলাকা বিভিন্ন মূল সড়কে সহ মোড়ে মোড়ে বাঁশ, রড ঢেউ টিন সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এই সব প্রতিষ্ঠানের মালামাল আমদানী বিক্রয় কালে ওঠা নামা এবং গাড়ী বোঝায় পণ্য নির্মাণ স্থলে পরিবহণেরর সময় বোঝায় গাড়ী ডানে বামে ঘুড়তে গেলে পুরো রাস্তা বন্ধ হয়ে যায় এতে করে সাময়িকী যানজট ও পথ যাত্রীর ভোগান্তীর বাড়ছে। প্রায় দুঘর্টনা ঘটছে। বয়োষ্ট্র সমাজ সচেতন পথ যাত্রী শামছুজ্জামান সহ অনেকেই মনে করেন ইট,বালি, সিমেন্ট, রড,কাচা বাঁশ ঢেউটিন সহ পণ্য বোঝায় গাড়ী গভীর রাত থেকে সকাল পযর্ন্ত চলাচল করা উচিত। এছাড়া এই বিষয়ে আইন আছে। এই সব পন্যের বোঝায় যানের বাঁশ,রড, ঢেউটিন বোঝায় গাড়ীর সামনে পেছনে ভাড়ী মোটা কাপড়, পাটের বস্তা, বেঁধে দেওয়া হলে দূঘর্টনা কম হবে।
ভেড়ামারা পৌর কতৃপক্ষ একটু দৃষ্টি দিলেই যানজট ও দূঘর্টনা এড়ানো যায়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply