,

বাংলাদেশে গোপনে ব্রিটিশ তদন্ত দল, টিউলিপ সিদ্দিকের তথ্য সংগ্রহের

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিষয়ে তদন্ত করতে বাংলাদেশে এসেছিলেন ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা। তারা বাংলাদেশের দুর্নীতি দমন সংস্থার (দুদক) সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানা গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মেইল অন সানডে’ এ তথ্য প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত মাসে অনুষ্ঠিত এ বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশি কর্মকর্তারা জানান যে, তারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন দুর্নীতির তথ্য সংগ্রহ করতে পেরেছেন। এতে বলা হয়, ব্রিটিশ কর্মকর্তারা টিউলিপের ব্যাংক হিসাব, ইমেইলের তথ্য যাচাই করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন।

এছাড়া, টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন শেখ হাসিনা, যেখানে টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি এই চুক্তির মধ্যস্থতা করে অর্থ আত্মসাত করেছেন।

বাংলাদেশের একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ দলটি বাংলাদেশি কর্মকর্তাদের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার প্রস্তাব দিয়েছে। এমনকি যুক্তরাজ্যের এনসিএ-এর কর্মকর্তারা টিউলিপের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারেন।

বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যুক্তরাজ্যের এনসিএ কর্মকর্তারাই এই গোপন বৈঠকের প্রস্তাব দেন এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এটি আয়োজন করে।

এর আগে, গত বছরের অক্টোবরে এনসিএ-এর কর্মকর্তারা বাংলাদেশে এসে জানিয়েছিলেন, তারা বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা করতে প্রস্তুত।

বিশ্লেষকরা মনে করছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি ১০ বছর বা তারও বেশি সময়ের কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *