ডেস্ক রিপোর্টঃ রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে চন্দ্রবোড়া সাপের (রাসেল ভাইপার) দংশনে হাসপাতালে ভর্তি হয়েছেন মধু বিশ্বাস নামে এক কৃষক। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চরআফড়া এলাকায় পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে।
রাসেল ভাইপারের দংশনের শিকার কৃষক মধু বিশ্বাস পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ্বাস বলেন, ‘সকালে পদ্মা নদীর চরের চরআফড়া এলাকায় বাদাম ক্ষেত থেকে তোলার সময় রাসেল ভাইপার সাপে দংশন করে। চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রাসেল ভাইপার বলে শনাক্ত করেন।’
পাংশা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহম্মেদ তিথি বলেন, ‘রাসেল ভাইপারে দংশনে এক কৃষক এসেছে। রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। আশঙ্কা মুক্ত কিনা সেটা বলা যাচ্ছে না। আপাতত তাঁকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply