মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবানে জেলা পরিষদ ও সেনা রিজিয়নের যৌথ উদ্যোগে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকল সম্প্রদায়ের নারী-পুরুষ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রাজার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শতাধিক গরীব-অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও পার্বত্য শান্তি চুক্তি উপলক্ষ্যে রাজার মাঠে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহীন,জেলা পরিষদের মুখ্য নির্বাহী মাছুম বিল্লাহ,জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ সামসুল ইসলাম,জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো’সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায়, প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য শান্তি চুক্তির পর এখানে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। পাহাড়ে কোনো ধরনের বিশৃঙ্খলা যারা সৃষ্টির চেষ্টা করবেন- তাদের আইনগতভাবে মোকাবেলা করে পাহাড়ি শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখার জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সেনা রিজিয়ন আয়োজনে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সেনাবাহিনীর চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। দিবসটি উপলক্ষ্যে বিকালে জেলা স্টেডিয়ামে প্রীতি হ্যান্ডবল ও ফুটবল প্রতিযোগিতা এবং স্থানীয় রাজার মাঠে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply