মোঃ ইসমাইলুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য জেলার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নের মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তারাছা ইউনিয়নের মুরুংগো বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ। নিহত ব্যক্তি তারাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দলিয়ান পাড়ার চিং ইন ম্রোর ছেলে ইন চোন ম্রো (১৮)। আহত একই এলাকার মেনপা ম্রোর ছেলে মেন রাও ম্রো (১৯) ও পেচম ম্রো (১৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে তিনজন রুমা থেকে দলিয়ান পাড়া যাওয়ার সময় বিপরীত থেকে আসা মাল বোঝাই একটি জিপ গাড়ি মুরুংগো বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হন। আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ জানান, তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুরুংগো বাজার এলাকা দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও দু’জন আহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আহত দু’জনকেও উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply