হাফিজুর রহমান শিমুলঃ
বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন আ.লীগের সমর্থক, সাবেক জনপ্রিয় চেয়ারম্যান জমির উদ্দিন গাজী। শনিবার (১০/০১/২০২৬) রাত ৯টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচএম রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র হাতে ফুলের তোড়া দিয়ে তিনি তার কর্মী এবং সমর্থকবৃন্দের সাথে নিয়ে অনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব স ম মশিউর হুদা তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন বলে জানান বিএনপিতে যোগদান করা জমির উদ্দীন গাজী। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply