,

বিএনপির ২৩ আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত

ডেস্ক রিপোর্টঃ প্রথম ও প্রধান দায়িত্ব হলো বঞ্চিতদের মান ভাঙিয়ে দলীয় ঐক্য প্রতিষ্ঠা করা। যদি কোনো প্রার্থী এতে ব্যর্থ হন বা ঐক্য তৈরিতে বাধা দেন, তবে ‘ধানের শীষের বিজয়ের স্বার্থে’ হাইকমান্ড প্রার্থী পরিবর্তনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে।

মিত্রদের জন্য আসন ছাড় ও নতুন প্রার্থী ঘোষণা

ঘোষিত ২৩৭ আসনের বাইরে এখনো ৬৩টি আসন ফাঁকা রেখেছে বিএনপি। এর মধ্যে:

* ১১ আসনে দ্রুত প্রার্থী: ঢাকা-৯, ঢাকা-১৮, ঢাকা-২০, মাদারীপুর-২, গাজীপুর-১, টাঙ্গাইল-৫, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, ঝিনাইদহ-৪ ও সিরাজগঞ্জ-১—এই ১১ আসনে শিগগিরই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে।

* মিত্রদের জন্য বাকি আসন: বাকি ফাঁকা আসনগুলোর অধিকাংশই জোটের শরিক রাজনৈতিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে শরিক নেতাদের সঙ্গে গুলশানে বৈঠক হওয়ার কথা রয়েছে।

দলের অবস্থান

৩ নভেম্বর যখন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের তালিকা প্রকাশ করেন, তখনই তিনি জানিয়েছিলেন এটি ‘চূড়ান্ত তালিকা নয়’ এবং শরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তন আসতে পারে।

নীতিনির্ধারকরা বলছেন, তারা প্রার্থী নির্বাচনে সতর্ক এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রয়োজন হলে মনোনয়ন পরিবর্তনে দ্বিধা করবে না হাইকমান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *