,

বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা – তুহিনের বহিষ্কারের দাবীতে রামপালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লায়লা সুলতানা,রামপাল (বাগেরহাট) আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও হামলা-ভাংচুরের নেতৃত্ব প্রদাণকারী তুহিনের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বেলা ১১টায় রামপাল সদরে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা। রামপাল সদরে বিক্ষোভ মিছিল শেষে থানার সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু, মুজিবর রহমান বাবুল, আব্বাস আলী, হাওলাদার জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে সাবেক খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও এমপি হাবিবুন নাহারের দোসরদের সাথে নিয়ে এলাকায় চিংড়ি ঘের দখল, হামলা, লুটপাট ও ভাংচুর চালিয়ে উপজেলা জুড়ে সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। তিনি এ উপজেলায় সন্ত্রাসের গডফাদারে পরিনত হয়েছেন। এর আগে অর্থাৎ আওয়ামী লীগের ১৫/১৭বছর ধরে তুহিন আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলে দলের অনেক ক্ষতি করেছেন। আর এখন আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে নিজ স্বার্থে দলের লোকজনকে পিটাচ্ছেন। তাই আমরা তার দলের পদ থেকে বহিষ্কারের দাবী জানাচ্ছি। এসময় বক্তারা হুসিয়ারি উচ্চারণ করে বলেন, পরিকল্পিত মিথ্যা ও হয়রানিমুলক মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হবে বলে জানান বক্তারা। এ সময় সমাবেশে কয়েক সহস্র বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ সকল অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের দৃষ্টি আকর্শন করা হলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত সময় আমি বিএনপি কে ভালোবেসে বিএনপির সাথে রয়েছি। আওয়ামীলীগের কতিপয় নেতার প্ররোচনায় আমার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে আমার জনপ্রিয়তাকে ক্ষন্ন করার অপচেষ্টা চলছে। তিনি রাজনীতিতে সকলের সহাবস্থান কামনা করেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *