,

বিকালে ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী, হবে এক চুক্তি এক সমঝোতা

শারমিন আক্তারঃআজ বিকালে ঢাকায় আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, বিকেল পৌনে ৫টার দিকে ঢাকায় এসে পৌঁছবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

ফয়সাল বিন ফারহান আল সাউদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। সফরে দুদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ ছয় বছর পর সৌদির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আসছেন। তাই এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা।

সফরে আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এ সফরে বাণিজ্য-বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানিসহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে।’

সফরকালে আগামীকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়া ভার্চুয়ালি কেরানীগঞ্জে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে একটি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে ২০১৬ সালের মার্চে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *