,

বিজয়নগরে লইসকা বিলে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার – উৎসুক জনতার ভীর

এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইসকা বিলে ডুবে যাওয়া নৌকাটি আজ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে ডুবুরি দলের সহায়তায় স্থানীয় পদ্ধতিতে চেইন টেনে নৌকাটি উদ্ধার কাজ শুরু হয় সকাল ১১টায়।নৌকা উদ্ধারের পর নৌকার ভেতরে আর কোনো লাশ পাওয়া যায়নি।
গত শুক্রবার ২৭ আগস্ট বিকেলে বিজয়নগরের চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার ঘাটমুখী যাত্রীবাহী একটি নৌকা বালুবাহী ট্রলারের সাথে মুখোমুখি সংর্ঘষে ডুবে যায়। এতে ২২ জনের মৃত্যু হয়। নৌ দূর্ঘটনার পর থেকে বিল পাড়ে প্রতিদিন উৎসুক জনতার ভিড় করছে। আজ রোববার ২৯ আগস্ট নৌকা উদ্ধার অভিযান দেখতে সেখানে শত শত মানুষ ভিড় জমিয়েছে।

উদ্ধার অভিযান তদারক করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন। তার সাথে প্রশাসন এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *