,

বিদ্যুৎ সার্কিটে আনিসুর রহমান নামের একটি তাজা প্রাণ ঝরে গেল

মমিনুল ইসলামঃশ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর গ্রামের জিয়াদ গাজীর ছেলে আনিছুর রহমান ( ৩৮) বিদ্যুৎ সার্কিটে কবলে পড়ে ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালী সকাল ৭ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
আ‌নিসুর পেশায় একজন রাজ মিস্ত্রী । জী‌বিকার তা‌গি‌দে এলাকায় দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে রাজ‌ মিস্ত্রীর কাজ ক‌রে আস‌ছে । ৩০ শে জুন , শুক্রবার ম‌ানুষ যখন ঈ‌দের আনন্দ উপ‌ভোগ করার জন‌্য বি‌ভিন্ন আত্মীয় স্বজ‌নের বাড়ী‌তে বেড়া‌তে যা‌চ্ছে । তখন সে প‌রিবা‌রের মু‌খে অন্ন তু‌লে দেওয়ার জন‌্য জী‌বিকার তা‌গি‌দে একই এলাকার মোস্তফার বাড়ীর ছাঁদে রাজ মিস্ত্রীর কাজ কর‌ছিল । হঠাৎ অসাবধনতা বশত আ‌নিসুর বিদ‌্যুৎ শ‌র্টে গুরুত্বর আহত হয়। তা‌কে উদ্ধার ক‌রে শ‌্যামনগর , সাতক্ষীরা নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত ডাক্তার তার অবস্থা খারাপ দে‌খে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নি‌য়ে যাওয়ার পরামর্শ প্রদান ক‌রেন । বর্তমা‌নে আ‌নিসুর ঢাকা শেখ হা‌সিনা বার্ন ইউ‌নি‌টে চি‌কিৎসাধীন অবস্থায় । সে মৃত‌্যুর সা‌থে পাঞ্জা লড়‌ছিলো তার সু চি‌কিৎসার জন‌্য অ‌নেক অ‌র্থের প্রয়োজন ছিলো । যে অর্থ তার প‌রিবা‌রের প‌ক্ষে জোগাড় করা সম্ভব না । আ‌নিসুরের প‌রিবা‌রে স্ত্রী , দুই সন্তান , পিতা আ‌ছে । তার একার আ‌য়ের উপর প‌রিবার নির্ভরশীল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *