ডেস্ক রিপোর্টঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে, মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) এবং সুরেশ বড়ুয়ার ছেলে সানি বড়ুয়া (৩৭)।
নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া বলেন, ৩ বন্ধু রুবেল, সানি ও নিপু রাতে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফেরার সময় সুফিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে তাদের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে।তাঁদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর পরই হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply