মোস্তাক আহমদ মোস্তফা,বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান বলেছেন, জনগণের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমার মৃত্যুও হয়, আমি মৃত্যুবরণ করব। তবুও দূর্নীতিবাজ-সন্ত্রাসীদের সামনে মাথানত করব না। জনগণের সাথে প্রাণখূলে কথা বলার ক্ষেত্রেও যদি বাধাঁ দেওয়া হয়, আমাদেরকে হুমকি প্রদান করা হয়।
তবে সেটা তবে হবে সরকার, নির্বাচন কমিশন ও গণতন্ত্রীকামী জনসাধারণের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ। জনগণের কল্যাণে কাজ করতে হলে পজেটিভ রাজনীতি করতে হবে, হিংস্বাত্মক নয়। মানুষের মাথায় আঘাত কিংবা পেঠে লাথি মেরে নয়, জনগণের সমর্থন আদায় করতে হবে ভালবাসা দিয়ে।রাখেন বীর মুক্তিযোদ্ধা সানাওর আলী, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নুুনু, নারী নেত্রী তাসলিমা খাতুন।
অনুষ্ঠানে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মলিক মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক মিয়া, বখতিয়ার আহমদ,প্রবাসী,
আঃনুর,তাজ উদ্দিন,আল আমিন,আব্দুস শুকুর,আব্দুল হান্নান,আলতাব মিয়া,মাসুক মিয়া,আব্দুল কায়ুম,লামাকাজী ইউনিয়ন পরিষদের মেম্বার চমক আলী, প্রতাব পাল, বিএনপি নেতা রুহেল আহমদ কালু’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply