,

বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্যামনগর সদর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে ২৬ শে জানুয়ারি রবিবার বেলা ১২ টায় সিএসএস এর আয়োজনে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্ব কুষ্ঠ দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা জিয়াউর রহমানের ও সিএসএসের কর্মকর্তাদের সমন্বয়ে কুষ্ঠ থেকে মুক্তি প্রাপ্ত রোগী ও সাধারণ মানুষের নিয়ে র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স হতে মেনগেট প্রদক্ষন করে কনফারেন্স রুমের সামনে এসে শেষ হয়। 

ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠ মুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে 

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে  সিএসএস এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম ও ডা: মিলন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং সিএসএসের কর্মকর্তা বৃন্দ। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আরিফ বিল্লাহ সঞ্চালনায় বক্তারা কুষ্ঠ নির্মূলে সরকারি বেসরকারি সচেতনতা বৃদ্ধি বৃদ্ধির কথা বলেন। হাসপাতালের আর এম ও ডা মিলন বলেন সচেতনতা মাধ্যমে কুষ্ঠ রোগের চিকিৎসা নিলে কষ্ট নির্মূল করা সম্ভব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা জিয়াউর রহমান বলেন কালিগঞ্জ উপজেলা ও শ্যামনগর মিলে মোট ১৪ জন রোগী ছিল যারা পুরোপুরিভাবে কষ্ট থেকে মুক্তি পেয়েছেন।তিনি বলেন বেসরকারি সংস্থা সিএসএস এর মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধ ওকুষ্ঠ রোগী সনাক্তকরণের মাধ্যমে সঠিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণের জন্য তাদের বেশি প্রশংসা করেন। তিনি বলেন কুষ্ঠ কোনো সংক্রামক ভয়ংকর কোনো রোগ নয় সঠিকভাবে নিয়ম মেনে চিকিৎসা করলে কুষ্ঠ  পুরোপুরি নির্মূল করা সম্ভব। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সেবা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে সিএসএসকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন। 

সিএসএস উদ্যোগে কুষ্ঠ থেকে মুক্তি প্রাপ্ত রোগীদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *