মোঃ আবুল বাসার নিজস্ব প্রতিনিধি,নোয়াখালীঃবীরশ্রেষ্ঠ রুহুল আমিন ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি নোয়াখালীর তৎকালীন বেগমগঞ্জ,বর্তমানে সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউপির বাঘপাঁচরা গ্রামে (বর্তমানে রুহুল আমিন নগর) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আজহার পাটোয়ারী ও মা জোলেখা খাতুন।
১৯৫০ সালে এসএসসি পাশের পর ঢাকায় পত্রিকা অফিসে চাকরি নেন। ১৯৫৩ সালে নৌবাহিনীতে নাবিক পদে যোগ দেন। চাকরির সুবাধে ১৯৬৬ সালে মেজো ভাই শামসুল হক ও ছোট ভাই মজিবুল হককে নৌবাহিনীর সিভিল ডিপার্টমেন্টে চাকরি দেন। মেধা ও দক্ষতার গুণে জুনিয়র কমিশন অফিসার হন তিনি। ১৯৭১ সালের জানুয়ারিতে তাকেসহ তিন ভাইকে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে বদলি করা হলে ও তিনি করাচিতে যাননি। তিনি প্রথমে নান্দিয়াপাড়ায় সুবেদার লুৎফুর রহমানের অধীনে যুদ্ধে অংশ নেন। জেনারেল ওসমানীর নির্দেশে বাংলাদেশ নৌবাহিনী গঠনের লক্ষ্যে ভারতে যাওয়ার নির্দেশ পান। এপ্রিলে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে পৌঁছান। ২নং সেক্টরে যোগ দেন। সেপ্টেম্বর পর্যন্ত এ সেক্টরের অধীনে বহু স্থলযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ নৌবাহিনী গঠনের উদ্দেশ্যে রুহুল আমিন তখন নৌবাহিনীর সদস্যদের সঙ্গে আগরতলায় একত্রিত হন। পরে কলকাতায় নৌ সেক্টরে যোগ দেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply