,

বুড়িগঙ্গায় পুড়ে যাওয়া সেই ট্রলারে দফায় দফায় আগুন

এম,এন,বিঃনারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে বিস্ফোরণসহ আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। এরপর বিকেল ৪টার পর ও সন্ধ্যা পৌনে ৭টায় দুই দফায় ট্রলারটিতে ভয়াবহ আগুন দেখা যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুর দেড়টায় বুড়িগঙ্গা নদীর মেঘনা ডিপোর জেটির পাশে নোঙ্গর করে রাখা তেলের ড্রামবাহী ট্রলারটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপরই এতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

এর কিছু পর বিকেল ৪টা ১২ মিনিটে ট্রলারটিতে আবারও আগুন জ্বলে উঠে। তবে মাত্র ১৫ মিনিট চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর সন্ধ্যা পৌনে ৭টায় তৃতীয় দফায় ট্রলারটিতে আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসের ধারণা, ট্রলারের ভেতরে থাকা তেল থেকে এ বার বার আগুন লাগছে।

ডিপো সংশ্লিষ্টরা জানান, বরিশাল মনপুরায় উদ্দেশে রওনা হওয়ার আগে আজ ট্রলারটিতে মালামাল লোড করা হয়। এতে ৮৬ ড্রাম পেট্রল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। দুপুরে আগুন লাগার আগে ট্রলারটিতে চার শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। দেড়টার দিকে ট্রলারের ইঞ্জিনটি চালু করা হলে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিকেলে আগুন নিয়ন্ত্রণে এসেছিল। এখন আবার আগুন লাগায় তা নিয়ন্ত্রণে কাজ করছি।

এদিকে এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর পর ট্রলারে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ট্রলারে থাকা বাকি তিনজনের একজন পাড়ে উঠতে পারলেও আরও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *