মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ডা. আব্দুল করিম হাফেজিয়া মাদরাসার মাদরাসাছাত্র মো. সামিউল হক গত ২০ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। ১৩ বছরের সামিউল দুপুরে মাদরাসার সামনে থেকে বের হয়ে যান এবং পরে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি, ফলে ২৫ জানুয়ারি থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে।
মাদরাসার মুহতামিম মোহাম্মদ আলী জানান, সামিউল হক ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের মো. হাবিল মিয়ার ছেলে। তার পরিবার ও আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।
সামিউল হকের শারীরিক বর্ণনা: উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, ওজন ৩০ কেজি, গায়ের রং কালো, মুখমণ্ডল স্বাভাবিক, পোশাক- সাদা পাঞ্জাবি ও পায়জামা, মাথায় টুপি, পায়ে কালো জুতা।
সামিউল হকের পরিবার তার সন্ধান পাওয়ার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply