,

বেড়েছে চুরি ,খুন,ছিনতাই ডাকাতি,হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টারঃ
দেশের প্রায় জেলা উপজেলাতে বেড়েই চলেছে চুরি ডাকাতি সহ ছিনতাই।
গ্রেপ্তারে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিদিন বিভিন্ন মিডিয়ার খবরের কাগজে দেখা যায় এইসব চিত্র। এই যেন এক আতঙ্কের দিন কাটছে সাধারণ মানুষের। জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম গুলোতেও একই ঘটনার খবর পাওয়া যায়।

পুলিশের টহল চলা সত্ত্বেও প্রতিদিন কোনো না কোনো এলাকাতে চুরি ডাকাতি সহ ছিনতাই হচ্ছে। যার কারণে সাধারণ জনমনে আতঙ্কের দিন পার করছেন অনেকেই। এই দিকে সাধারণ জনমনের প্রশ্ন এত পুলিশ প্রশাসন থাকতে কেন এত চুরি ডাকাতি সহ ছিনতাই বাড়ছে এর কারণ কী।

চুরি,ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের বৃদ্ধিতে সাধারণ মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, তা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। এর সমাধানে কিছু বিষয় বিবেচনা করা যেতে পারে।

অপরাধ বৃদ্ধির কারণ কি এই নিয়ে বিভিন্ন বিশ্লেষকদের মতে তথ্য আসছে অর্থনৈতিক সংকট বেকারত্ব, দারিদ্র্য, এবং আয়ের অভাবে অনেকেই অপরাধের পথে পা বাড়ায়। আইন প্রয়োগের দুর্বলতা অনেক ক্ষেত্রেই অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না, যা অপরাধীদের উৎসাহিত করে।

সামাজিক সচেতনতার অভাব মানুষের মধ্যে সামাজিক ও নৈতিক মূল্যবোধের ঘাটতি অপরাধ প্রবণতা বাড়ায়। মাদকের প্রভাব মাদকাসক্ত ব্যক্তি অপরাধে বেশি জড়ায়।পুলিশের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন থাকলেও নাই কোনো তেমন জোরালো ভুমিকা পুলিশের টহল ও তৎপরতা থাকা সত্ত্বেও অপরাধ বেড়ে যাওয়ার কারণ হতে পারে ,পুলিশের পক্ষ থেকে প্রতিদিনই অপরাধীদের আধুনিক কৌশল ব্যবহার সহ এই সব চুরি ডাকাতি সহ ছিনতাই এর সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার হলেও কমছে না এই সব চুরি ডাকাতি সহ ছিনতাই ঘটনা। পুলিশের সংখ্যা ও রিসোর্সের অভাব। স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয়ের অভাব।

বিস্লেসদের মতে করণীয় সম্ভাব্য সমাধান নিয়ে কিছু পরামর্শ দেয়া হয়েছে। যেমন সামাজিক সচেতনতা পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে মূল্যবোধ গড়ে তোলা।
স্থানীয় কমিউনিটি ও পুলিশের যৌথ উদ্যোগ পাড়া-মহল্লার মানুষদের নিয়ে কমিটি গঠন করে সন্দেহজনক কার্যকলাপ মনিটর করা। টেকনোলজি ব্যবহার সিসিটিভি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি দিয়ে অপরাধ প্রতিরোধে কাজ করা।অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি বিচারপ্রক্রিয়া দ্রুত ও কার্যকর করা।

বেকারত্ব হ্রাস কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য দূরীকরণ। প্রশাসন থেকে বলা হচ্ছে আপনার এলাকায় এই সমস্যাগুলো যদি প্রকট হয়, তাহলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধানে সক্রিয় অংশ নেওয়ার চেষ্টা করা যেতে পারে। তাই সাধারণ জনগণকে আরো সোচ্চার হওয়ার জন্য আহব্বান করেছেন সরকারের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *