বেনাপোল প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিন মাস ধরে চিকিৎসাধীন থাকার পর গতকাল মৃত্যু বরণ করাই বেনাপোলের আবদুল্লাহকে আজ গার্ড অব অর্নার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া। পরে তাকে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবদুল মান্নান, যশোর জেলা বি এন পির সদস্য সচিব এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শার্শা থানা বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, শার্শা উপজেলা আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু, কেন্দ্রীয় যুবদল নেতা নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, জাতীয়তাবাদী যুবদলের শার্শা উপজেলা আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া, বেনাপোল স্থল বন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী,
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সানি, যুগ্ম-আহ্বায়ক দেয়োলার হোসেন খোকন, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম (চয়ন), বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন, ইমদাদুল হক ইমদাদ সদস্য সচিব শার্শা উপজেলা যুবদল, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু ও বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ স্থানীয় প্রশাসন, রজনীতিবিদ ও বৈষম্য বিরোধী ছাত্ররা উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply