ডেস্ক রিপোর্টার: নড়াইলে কলেজপড়ুয়া এক তরুণীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যার দায়ে তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে আদালতের পিপি এমদাদুল ইসলাম জানান।.
সোমবার (১৫ নভেম্বর) নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।.
দণ্ডিত রিপন মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামের মো. মকসেদ ওরফে মকু মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন।.
মামলার নথি থেকে জানা যায়, মকু মোল্লার ২০ বছর বয়সী মেয়ে ফাতেমা খানম স্থানীয় একটি কলেজে পড়তেন। পারিবারিক ঝগড়ার জেরে ২০১৯ সালের ১৫ নভেম্বর নদীর ঘাটে কাপড় পরিষ্কার করার সময় তাকে পিটিয়ে এবং ধাক্কা দিয়ে পানিতে ফেলে হত্যা করেন রিপন। পরে লাশ নদীর মধ্যে কাদায় পুঁতে রাখেন।.
ঘটনার পর মকু মোল্লা নড়াগাতি থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে রিপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।.
আদালতে পিপি এমদাদুল ইসলাম বলেন, রিপনের শিশু ছেলে তা দেখে ফেলে। তার কথার ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে এবং রিপনকে আটক করে।.
আরও বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রিপনকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply