অজিত দাস,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃবড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান মহোদয়ের সাথে মতবিনিময় ও জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে সদ্য প্রকাশিত নিসচা শীর্ষক প্রকাশিত স্মারকগ্রন্থ প্রদান করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাতে বড়লেখা থানায় ওসি মহোদয়ের অফিস রুমে উপস্থিত হয়ে মতবিনিময় শেষে স্মারকগ্রন্থ প্রদান করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, প্রকাশনা সম্পাদক গণেশ কর, কার্যনির্বাহী সদস্য মো. জমির উদ্দিন, সাদিকুর রহমান প্রমুখ।
এসময় আগামী ১লা ডিসেম্বর-২০২৩ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ওসি মহোদয়ের সাথে আলোচনা হয়।
উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে গত বছর (১লা ডিসেম্বর-২০২২ খ্রি.) ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাতৃ ছাগল বিতরণ করেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান। এবারও আগামী ১লা ডিসেম্বর-২০২৩ নিসচার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাতৃ ছাগল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply