,

ভারতের কাছে পাইলট আটকের প্রমাণ চাইলো পাকিস্তান

অনলাইন ডেস্কঃ
রাজস্থানের জেসেলমার এলাকা থেকে ভারত পাকিস্তানের এক পাইলটকে আটক করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। বৃহস্পতিবার (৮ মে) এ দাবি করা হয়। এরপরই, এই দাবির পক্ষে প্রমাণ চেয়েছে পাকিস্তান।

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় তিনি তাদের জেসেলমারে গিয়ে পড়েন। তখন তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া পাকিস্তানে দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি।

তবে নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, যদি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকে, তাহলে যেন এখনই তারা প্রমাণ দেখায়।

সংবাদমাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভারত সরকার যে দাবি করছে, আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি৷ আমি এটি ১০০ শতাংশ প্রত্যাখ্যান করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *