ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার।
সোমবার (১ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিভাইড ফেসবুকে পোস্টের মাধ্যমে তথ্যটি জানিয়েছে৷ যদিও সরকারের তরফ থেকে প্রজ্ঞাপনের বিষয়টি জানা যায়নি।
প্রজ্ঞাপনে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী-এসএসএফ নিয়োগের নির্দেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ২এর ‘ক’ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। যা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয় প্রজ্ঞাপনে।
বার্ধক্যজনিত নানান জটিলতায় গত কয়েকদিন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার অসুস্থতার খবরে নেতাকর্মীসহ সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন। এতে হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন থাকলেও এতে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply