,

ভেটখালী থেকে যাদবপুর বাজার হয়ে ইউ পি অভিমুখে রাস্তা পাকা হওয়ায় আনন্দিত তিন গ্রামের হাজারো মানুষ

কৈখালী প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের দীর্ঘদিনের ভোগান্তির খোঁয়া রাস্তা পাকা হওয়ায় আনন্দিত তিন গ্রামের হাজারো মানুষ। কৈখালী ইউনিয়নের মোল্ল্যা পাড়া হতে যাদবপুর বাজার ইউপি অভিমুখে ১৭২০ মিটার দীর্ঘ সড়ক উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সদর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের আন্ত:তহবিলের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করেছেন।

স্থানীয় বাসিন্দা ইজিবাইক চালক মিজান মোল্ল্যা বলেন, “এই খোঁয়া রাস্তা দিয়ে আগে ভ্যান ইজিবাইক নিয়ে যাওয়া যেত না, হেলেদুলে অনেক কষ্ট করে নিয়ে যাওয়া আসা করতে হতো, কয়দিন পরপর খালি নষ্ট হয়ে যেত। আর বৃষ্টির দিনে তো হাঁটা চলাচল করা যেত না। এজন্য অনেক কষ্ট আর ভোগান্তি করতে হয়েছে বহুদিন। এখন পাকা হলো, খুব ভালো হয়েছে আর ভোগান্তি হবে না। ভালোভাবে চলাফেরা করা যাবে। ”

বাংলাদেশ জামায়াতে ইসলামের ইউনিয়ন আমির জনাব রাশিদুল ইসলাম অগ্রদূত
কে বলেন প্রকল্পটি ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সড়কটির উন্নয়ন এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজতর করেছে। এতে স্থানীয় জনগণের কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সার্বিক জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

ইতিমধ্যে সড়কটির উন্নয়নে আমদানি রপ্তানি পণ্যর পরিবহন ব্যবস্থার উন্নতি সহ প্রায় ৩ গ্রামের হাজারো মানুষের যাতায়াত ব্যবস্থার সুগম হয়েছে। এছাড়া সরকারি, এনজিও, শিক্ষক ব্যবসায়ী, কৃষক সকল শ্রেণী পেশার মানুষের যাতায়াত ব্যবস্থার সময়সহ নানান জটিলতা সাধন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *