,

মনের অন্তরালে – পূর্বাশা মিত্র

অন্তরালে

পূর্বাশা মিত্র

বয়স টা তখন কিশোরী ছুঁয়েছে, তুমি ছিলে সুদূর আমেরিকায় ।
রোজ রাতে কেন শুনি নিশি ডাক?
ব্যাকুল নয়নে তাই চেয়ে থাকি আকাশে,শুধুই তোমার অপেক্ষায় ।
আগ্রহে আর অস্থিরতায় আজ মনে উঠেছে ঝড়, তোমার চিন্তায় মন হয়েছে ব্যাকুল,বুক কাঁপছে থর থর ।
অপেক্ষা কখন পড়বে ঝরে? এই ভূমিতে, পাহাড়ে, সাগরে,
কখন যে তোমার হবে আগমন?এই শুকায়িত মনের অন্তরে ।
তৃষ্ণার্ত প্রকৃতির মাটি যেন আজ,হয়েছে অপেক্ষারত, ঘন কালো আকাশের জলভরা মেঘ চেয়ে ।
উতলা হচ্ছে মেঘ, হাজার বছরের জমানো পিপাসা নিয়ে ।
পৃথিবীর মাটির তৃষ্ণা যেন আজ গ্রাস করছে, আকাশের কালো মেঘকে ,
উতলা হচ্ছে মেঘ হাজার বছরের জমানো পিপাসা নিয়ে, কেউ জানিয়ে দিক তাকে ।
হঠাৎ এল এক দুঃসংবাদ,হয়েছে বিমান দুর্ঘটনা ।
সহস্র তীর বিধলো বুকে,বাড়লো আমার উন্মাদনা!
তারপর জানলাম নেই তুমি আর,নেই এ পৃথিবীতে, আকাশ পানে চেয়ে করতাম প্রতীক্ষা, চলে গেলে ঐ
আকাশেতে ।
তবে কেন এসেছিলে আমার জীবনে! বসন্ত স্পর্শ নিয়ে, কেনই যে ফুটিয়েছিলে বসন্তের ফুল ?
জানিনা কোন দমকা ঝড়ে, করলো সব শেষ,
কেন আমায় আজ করে দিলে নির্মূল ।
অভাগী আমি আজ শুধুই বেঁচে আছি তোমার স্বপ্ন নিয়ে বুকে,
কেন জানিনা বার বার এ মন তোমাকেই খালি ডাকে । হঠাৎ দেখছি তুমি আছো, আবার সামনে দেখি নেই, যেদিন থেকে চলে গেলে তুমি, সেদিন থেকেই বাঁচি এই মরীচিকা নিয়েই ।
মন শুধু চায় তুমিই থাকো,আমার জীবন ঘিরে, রাখবো সাজিয়ে মনের ঘরে,তুমি এসো আবার ফিরে । ভালোবাসার বন্ধনে তুমি বেঁধেছিলে আমায় মায়ার বেড়াজালে,
থাকবে তোমার সকল স্মৃতি আমার মনের অন্তরালে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *