মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী বলেছেন, পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করাই ইসলামের মূল আবেদন। মানুষের ব্যক্তিজীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন সর্বত্র যেন ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়, সে জন্য ইসলামে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। তিনি বলেন, মব জাস্টিস বলতে ইসলামে কিছুই নেই। এটি সমাজের জন্য ক্ষতিকর এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা। ফলে অনেক সময় নিরীহ মানুষও অন্যায়ের শিকার হয়ে পড়ে। মব জাস্টিসের ফলে মানবাধিকার লঙ্ঘন ও ইসলামের অবমাননা হয়। বিএসপি চেয়ারম্যান বলেন, মব জাস্টিস একটি ধ্বংসাত্মক পশুত্ব সংস্কৃতি, যা ব্যক্তি, সমাজ এবং আইনি ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কখনো কখনো নিরীহ ব্যক্তির মৃত্যুও ঘটে। সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়। বিচারব্যবস্থা ভেঙে পড়ে। মানবাধিকার লঙ্ঘন হয়। অপরাধের সংস্কৃতি বৃদ্ধি পায়। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এসব অমানবিক ও অনৈসলামিক মব জাস্টিস দমন করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি কঠোর হওয়ার উদাত্ত আহ্বান জানান। ২৯ নভেম্বর (শনিবার) ফরিদপুর জেলা সদরপুর থানার শৌলডুবী খানকা শরীফে আয়োজিত বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে কুরআন- সুন্নাহর আলোকে বিষয়ভিত্তিক আলোচনা করেন, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের বিভাগীয় ধর্মবিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা কেরামত আলী, খাদেম মাওলানা হাফেজ খাজা বাহাউদ্দীন মাইজভান্ডারীসহ আরো অনেকেই। এসময় বাংলাদেশ সুপ্রিম পার্টি, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply