৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপনির্বাচনে পরাজিত করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়েওয়ালকে। এই উপনির্বাচনে জয়ী হওয়ার মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকা নিশ্চিত করলেন মমতা। একই কেন্দ্র থেকে ২০১১, ২০১৬ এবং ২০২১-এ জিতেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সবশেষ তথ্যে দেখা যাচ্ছে, ভোটের ৭১ শতাংশেরও বেশি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিবিসির খবরে জানানো হয়েছে, এ বছরের মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু মমতা নিজে নন্দীগ্রামের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। এর ফলে পার্টির বিজয়ের সুবাদে তিনি মুখ্যমন্ত্রী পদে থেকে যান। কিন্তু তার এই বাধ্যবাধকতা ছিল যে তাকে ছয় মাসের মধ্যে কোনো একটি আসনের উপনির্বাচনে জয়ী হয়ে আসতে হবে। কারণ আইন অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিধানসভার সদস্য হতে হয়।
ভবানীপুর আসনের উপনির্বাচনে মমতা ব্যানার্জি জয়ী হওয়ার মধ্যে দিয়ে এখন সেই আইনগত শর্ত পূরণ হলো। অন্য আরও দুটি উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন।
এদিকে ভবানীপুর থেকে ভালো লড়াই করেছেন বিজেপির প্রিয়াঙ্কা টিবড়েওয়ালও। মমতার থেকে দাঁড়িয়ে ২৫ হাজার ভোট ছিনিয়ে নিয়েছেন তিনি। এ নিয়ে প্রিয়াঙ্কা সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন, হয়তো আমরা ম্যাচ হেরেছি, কিন্তু ম্যান অব দ্য ম্যাচ আমি। একইসঙ্গে মমতাকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতের লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন। বলেছেন, সংগঠনকে শক্ত করার জন্য বিজেপির আরও পরিশ্রম করা দরকার। ভবানীপুর আমি ছাড়বো না। একইসঙ্গে আমি দিদিকে জয়ের জন্য শুভেচ্ছা এবং আমার প্রণাম জানাই।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply